শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গণসংহতি আন্দোলনের (বরিশাল জেলা শাখা) আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (বরিশাল জেলা শাখা) অর্থ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, সরকারি পলিটেকনিক কলেজ শাখার সংগঠক সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।
মানববন্ধনে সঞ্চালনাকালে গণসংহতি আন্দোলন জেলা শাখার সদস্য নবীন আহমেদ বলেন, আমাদের দেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশে রেমিট্যান্স পাঠায়। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই শ্রমিকদের রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ তারা যখন লাশ হয়ে দেশে ফিরে, সরকার তাদের পরিবারের দায়িত্ব নিতে ব্যর্থতার পরিচয় দেয়।
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আহত হয়ে দেশে ফিরে আসা শ্রমিকদের স্বাভাবিক জীবন ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিদেশে কর্মরত সব শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা নাহলে আমরা আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/এসএ