শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মালতিনগর এসপি ব্রিজ এলাকায় বগুড়া মহিলা কলেজ প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে শুভসংঘের মহিলা কলেজ কমিটিও গঠন করা হয়। কলেজের সহকারী অধ্যক্ষ মৌলদা মলিকে সভাপতি ও একাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়ামনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেনের সভাপতিত্বে কালের কণ্ঠ বগুড়া পাঠক ফোরাম শুভসংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মেদ শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, সারাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে ও অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাজ করছে শুভসংঘ।
ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল ও অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এর পেছনে রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন।
শুভসংঘের কলেজ কমিটির সদস্যসহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কালের কণ্ঠ সম্পাদক বলেন, দেশব্যাপী বাল্যবিয়ে প্রতিরোধ করতে চায় শুভসংঘ। এ কাজটিতে সবাইকে একসঙ্গে এগোতে হবে। ভালো বই পড়তে হবে, ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, কালের কণ্ঠের বগুড়া ব্যুরো প্রধান লিমন বাশার, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বগুড়া শুভসংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
কেইউএ/এইচএ/