শনিবার (২ নভেম্বর) বিকেলে র্যাব-১ এর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক তিন মাদকবিক্রেতা হলেন- শাহনেওয়াজ (২২), মাসুদুর রহমান (৩৮) ও টিটু (৪৩)।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদকবিক্রেতা চক্রের ওই তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৯৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটক তিন মাদকবিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
পিএম/আরবি/