শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় অডিটোয়িরামে ‘শেকৃবির সফল কৃষিবিদ’ সংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি জানান তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ট্রেজারার ড. মো. আনোয়ারুল হক বেগ, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার তালুকদার।
সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এআইজি, কৃষিবিদ মীর শহীদুল ইসলাম বলেন, নিজের ক্যাম্পাসের শিক্ষার্থীদের হাতে একজন মেধাবী ছাত্র নিহত হয়েছেন। এতে ২২টি পরিবার ক্ষতিগ্রস্ত। তাই জোরজবরদস্তি, র্যাগিং করে নয়, এমন আদর্শ গড়ো যাতে তোমার চালচলন দেখে অন্যরা নিজের থেকেই তোমার সান্নিধ্যে আসে।
একই সূত্র ধরে কৃষিবিদ, পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, র্যাগিং নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে টর্চার সেল রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের নির্যাতন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সমস্ত হলে অভিযান চালাতে। আমি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানাই, তোমরা নিজেরা মাদক সেবন করবে না। যারা সেবন করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
র্যাগিংয়ের সমালোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, র্যাগিং একটি অপসংস্কৃতি। শিক্ষার্থীদের মনন বিকাশে বাধা দেয় এমন অপসংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়া সম্ভব। এ ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। এসব নিরসনে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে।
সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- উপ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী। সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআইএইচ/এইচজে