ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো জেএসসি পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো জেএসসি পরীক্ষার্থী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাহফুজা খাতুন (১৪) নামের এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

শনিবার (০২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর ১নং জাতীয় জুটমিল গেট এলাকায় অভিযান চালিয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এ সময় কনের বাবার কাছে মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে  মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, রায়পুর ১নং জাতীয় জুটমিল গেট এলাকার  মো. আবদুল বারীর মেয়ে মাহফুজা খাতুন গত দু’দিন ধরে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। শনিবার রাতে তার বিয়ের আয়োজন চলছিল সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের ফজল আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) সঙ্গে।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং কনের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।