এ উপলক্ষে রোববার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের শাপলা চত্বর হয়ে টাউন হল গিয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমাসহ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এডি/আরবি/