শনিবার (২ নভেম্বর) বিকেলে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান প্রবীণ সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক নিলুফা হাসান ও সৈয়দ আনাস পাশা এবং কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল কাইয়ুম।
মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক ন্যাপের সভাপতি সদ্য প্রয়াত প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদের নাগরিক স্মরণসভা ৪ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের বেথনালগ্রিন অক্সফোর্ড হাউসে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক মোজাফফর আহমদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা পঙ্কজ।
অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন প্রয়াত মোজাফফর আহমদের স্নেহধন্য ছাত্র সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফসহ রাজনীতি ও বিভিন্ন অঙ্গনের অগ্রণী ব্যক্তিরাও স্মরণসভায় আলোচনা করবেন।
অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভা উপলক্ষে ম্যাগাজিন প্রকাশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
পঙ্কজ ভট্টাচার্যের সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন এরশাদবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেত্রী বহ্নি শিখা দাশ পুরকায়স্থ। আগামী ১০ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরকেআর/আরবি/