রোববার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘জেলহত্যা দিবস’ স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ইয়াফেস ওসমান বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসের সঙ্গে সব দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছেন। দেশকে নানা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিচ্ছেন উন্নত শিখরে। এ অবস্থায় কেউ আসুক বা না আসুক সুশীল সমাজকে তার পাশে থাকতে হবে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে তাকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এ এ মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজুর রহমান, ড. মোহাম্মদ ফিরোজ আহমেদ, ড. সাদেকুল ইসলাম, ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
ইএআর/এফএম