ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

শোক-শ্রদ্ধায় কামারুজ্জামানসহ চার শহীদকে স্মরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
শোক-শ্রদ্ধায় কামারুজ্জামানসহ চার শহীদকে স্মরণ

রাজশাহী: জেলহত্যা দিবস ৩ নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। এদিন কারাগারে শহীদ হন রাজশাহীর এ এইচ এম কামারুজ্জামান হেনাসহ জাতীয় চার নেতা। তাই নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক ও শ্রদ্ধায় রাজশাহীর মানুষ শহীদ জাতীয় চার নেতাকে স্মরণ করছে।  

কলঙ্কময় জেলহত্যা দিবস উপলক্ষে শহীদ চার নেতার অন্যতম নেতা এ এইচ এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে রোববার (৩ নভেম্বর) প্রথম প্রহর থেকেই ভিড় করেন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে মহানগরের কাদিরগঞ্জ এলাকার শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতারা।

 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে দলের অন্য নেতাকর্মীরা শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে জেলা যুবলীগ, জেলা মহিলা লীগের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।  জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  ছবি: বাংলানিউজরোববার ভোর থেকেই শুরু হয় রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নেতাসহ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন।  

সকালে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ন কবির, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোকবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এর পর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শহীদ কামারুজ্জামান হেনার বড় ছেলে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। এসময় শহীদ কামারুজ্জামান হেনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মহানগরের কুমারপাড়া সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  র‌্যালি।  ছবি: বাংলানিউজএছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

এদিকে, দিবসটি উপলক্ষে বিভাগীয় শহর রাজশাহীতে এদিন কালোব্যাজ ধারণ, শোক পদযাত্রা, বিভিন্ন ওয়ার্ডে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, কোরআন তেলোয়াত, রক্তদান কর্মসূচি, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।