রোববার (৩ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। কোহিনুর ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের স্ত্রী।
নিহতের মেয়ে সুরমা বেগম বাংলানিউজকে জানান, শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় খলিল উল্যা জামে মসজিদের ইমামের কাছে অজ্ঞাত কোনো ব্যক্তির মোবাইল নম্বর আনবে বলে ঘর থেকে বের হয়ে যান কোহিনুর। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমাম তাদের ঘরে এসে খাবার খেয়ে যান। ওই সময় ইমামকে তিনি তার মায়ের কথা জিজ্ঞেস করলে তার কাছে যায়নি বলে জানান ওই ইমাম। সকালে পার্শ্ববর্তী পুকুর থেকে তার মায়ের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাক-কান ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসআরএস