রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুহ হুদা বাংলানিউজকে জানান, সড়কের পাশে ঝোপের ভেতরে একটি নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, নবজাতকটির দেহ পূর্ণতা পাওয়ার আগেই প্রসব করানো হয়েছে। ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে এখানে ফেলে রেখে যাওয়া হয়। নবজাতকটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
কেএআর/এনটি