রোববার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাহিম ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাহিম বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সবার অজান্তে পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে মাহিমকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় মাহিমের নিথর দেহ উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসআরএস