কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জবি সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, স্বায়ত্বশাসন না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী ভূমিকা পালন করেছে।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা চলছে। জেলায় জেলায় শিক্ষাবৈষম্য নিরসন, সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুকরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি ও শিক্ষা শেষে কর্মসংস্থানের পাঁচ দফা দাবি নিয়ে রোববার সারাদেশে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ছাত্র ইউনিয়ন নতুন শিক্ষা আন্দোলনের সূচনা করেছে। এ পাঁচ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্র ইউনিয়ন একটি প্রকৃত শিক্ষা আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে কেএম মুত্তাকী বলেন, শিক্ষাখাতের সঙ্কট নিরসনে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। করপোরেট মুনাফার ওপর পাঁচ শতাংশ সারচার্জ আরোপ করে তা শিক্ষাখাতে বরাদ্দ করে জেলায় জেলায় শিক্ষা বৈষম্য কমিয়ে আনা ও নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
কেডি/ওএইচ/