প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের মুজিব সড়কে রেলক্রসিং পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় ঢাকা থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিউল্লাহ সবুজ বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
ইউজি/আরবি/