ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদ্যোগে পাশে আছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদ্যোগে পাশে আছে ভারত

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উদ্যোগে ভারতের পুরোপুরি সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো বার্তায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, রাখাইনের বাস্তুচ্যুত মানুষকে দ্রুত নিরাপদ ও টেকসইভাবে ফেরানোর ব্যাপারে সবারই উদ্বেগ রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও এটি প্রয়োজন।

একইসঙ্গে মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।