রোববার (৩ নভেম্বর) দুপুরে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের বিচারক মো. নুরু মিয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গৃহবধূ ধর্ষণ মামলার আসামি নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।
গত ২৬ অক্টোবর চরফ্যাশন উপজেলার পিতার বাড়ি থেকে আড়াই বছরের সন্তানকে সঙ্গে নিয়ে এক নারী বেতুয়াঘাট থেকে স্পিডবোটে করে মনপুরার জনতাবাজার যাচ্ছিলেন। পথে ৪ যাত্রী তাকে চরপিয়াল নামে এক চরে নামিয়ে গণধর্ষণ করে। খবর পেয়ে ছাত্রলীগ নেতা ছুটে এসে ধর্ষকদের মারধর করে ওই নারীকে উদ্ধার করার পর তিনিও ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ৬ জনকে আসামি করে মনপুরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার একদিন পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।
এদিকে ছাত্রলীগ নেতার স্ত্রী রিমা বেগম তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএ