ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় মাইক্রোবাসচাপায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
চান্দিনায় মাইক্রোবাসচাপায় পথচারীর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাসচাপায় আব্দুস সাত্তার (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

তিনি পেশায় একজন শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মো. জালাল মেম্বার জানান, আব্দুস সাত্তার স্টেশন এলাকার ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচে ডিভাইডার অতিক্রম করে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ি ও ময়নামতি ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সরওয়ার বাংলানিউজকে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের সীমানা অনুযায়ী ঘটনাস্থলটি ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অধীনে হওয়ায় আমরা তাদের কাছে মরদেহ হস্তান্তর করি। তবে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।