ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৩ দিনেও খোঁজ মেলেনি ডুবে যাওয়া ট্রলার ও এক জেলের

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
৩ দিনেও খোঁজ মেলেনি ডুবে যাওয়া ট্রলার ও এক জেলের

পাথরঘাটা (বরগুনা): তিনদিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারসহ মো. সুমন (৩৫) নামে এক জেলের। 

রোববার (৩ নভেম্বর) দুপুরে ডুবে যাওয়া ট্রলার মালিক ও মাঝি পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মো. মোস্তফা বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা শেষে নতুন তৈরি ট্রলারটি নিয়ে মাছ শিকারে যাই আমিসহ ১০ জেলে। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাতে হঠাৎ ঝড়ো বাতাসে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়।

সেসময় আমিসহ ৯ জেলে সাঁতরে অন্য ট্রলারে উঠতে পারলেও সুমন নিখোঁন থাকেন। ট্রলারটিও পাওয়া যাচ্ছেনা। এ বিষয় শনিবার (২ নভেম্বর) পটুয়াখালীর মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সুমনের সন্ধান না পাওয়ায় পরিবার ও সঙ্গীয় জেলেদের মধ্যে চলছে শোকে মাতম।

এদিকে, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, মালিক সমিত, শ্রমিক ইউনিয়ন ও কোস্টগার্ডের সমন্বয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেকে সন্ধানে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।