রোববার (৩ নভেম্বর) দুপুরে ডুবে যাওয়া ট্রলার মালিক ও মাঝি পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মো. মোস্তফা বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা শেষে নতুন তৈরি ট্রলারটি নিয়ে মাছ শিকারে যাই আমিসহ ১০ জেলে। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাতে হঠাৎ ঝড়ো বাতাসে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এদিকে, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, মালিক সমিত, শ্রমিক ইউনিয়ন ও কোস্টগার্ডের সমন্বয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেকে সন্ধানে কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসআরএস