রোববার (৩ নভেম্বর)সকালে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ওই গ্রামের আয়ুব আলী মুন্সীর ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় আমিনুল তার নির্মাণাধীন বাড়ির ছাদে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তারের শর্ট সার্কিটে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭০২, নভেম্বর ০৩, ২০১৯
আরএ