ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক পরিবহন আইন সচেতনতায় রাঙামাটিতে লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
সড়ক পরিবহন আইন সচেতনতায় রাঙামাটিতে লিফলেট বিতরণ লিফলেট বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মো. ছুফি উল্লাহ। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ সচেতনতা বৃদ্ধিকল্পে রাঙামাটি পুলিশ লিফলেট বিতরণ করেছে। 

রোববার (৩ নভেম্বর) সকাল থেকে জেলা শহরে যানবাহন চালকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মো. ছুফি উল্লাহ।

তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকাল থেকে পরিবহন চালক, মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে রাঙামাটি পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে।

সবাই যেন এ আইন মেনে চলে সেজন্য লিফলেট বিতরণ করা হচ্ছে।  

আইন মানলে যানবাহন খাতে যেমন সুশৃঙ্খলা ফিরে আসবে তেমনি দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে যোগ করেন তিনি।

এসময় সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আব্দুল আওয়াল চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)  মো. ইসমাইলসহ রাঙামাটি জেলা পুলিশের সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।