রোববার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। এতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার নেতৃত্ব দেন।
অভিযানে প্রায় ১৫০টি টং দোকান, অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা, শেড ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএইচএস/জেডএস