ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোবিপ্রবি অফিসার্স নির্বাচনে সভাপতি পাভেল, সম্পাদক পলাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
নোবিপ্রবি অফিসার্স নির্বাচনে সভাপতি পাভেল, সম্পাদক পলাশ

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন পাভেল এবং সাধারণ সম্পাদক পদে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. মমিনুল হক নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন, নার্গিস আক্তার হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌরভ ইকবাল, কোষাধ্যক্ষ পদে কামরুল হাসান মিরু, প্রচার ও দপ্তর সম্পাদক পদে কাজী জিয়াউল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মাহমুদুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদিক পদে রাজিয়া আক্তার এবং সদস্য পদে ইসতিয়াক মোহাম্মদ ফয়সল, আবু নাছের, মো. মহিউদ্দিন নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।