ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২শ টাকার জন্য মহানন্দার বরফগলা পানিতে হাজারো শ্রমিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
২শ টাকার জন্য মহানন্দার বরফগলা পানিতে হাজারো শ্রমিক মহানন্দা থেকে পাথর তুলে পাড়ে তোলা হচ্ছে

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের হিমালয়ের পাদদেশে অবস্থিত সীমান্ত উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌষ মাসের তীব্র শীতে সাধারণ মানুষ যেখানে ঘর থেকে বের হওয়া দায় সেখানে উপজেলার মহানন্দা নদীর পানিতে চোখে পড়ছে হাজারো শ্রমিকের কর্মস্থান। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বরফগলা পানিতে নেমে জীবিকার সন্ধানে ছুটছেন তারা। আর এ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মাহানন্দা নদীকেই কর্মস্থল মনে করছেন নিম্ন আয়ের মানুষজন।

মাহানন্দা নদী হিমালয় থেকে বয়ে আসা বরফগলা পানি দিয়েই দু’দেশকে ভাগ করেছে। আর এই সীমান্ত নদী মহানন্দায় বরফগলা পানিতে নেমে হাজার-হাজার শ্রমিক নুড়ি-পাথর উত্তোলন করছে।

একজন শ্রমিক গড়ে ৫ এসএফটি পাথর তুলতে পারে। আকার ভেদে প্রতি এসএফটি পাথর ৬৬ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। সে হিসেবে প্রতিদিন মজুরি হিসেবে ২ থেকে ৩শ টাকা পায় একেকজন শ্রমিক। আর এটাই তাদের পরিবারের চাবিকাঠি।  

জানা যায়, দেশ ভাগের পর থেকেই তেঁতুলিয়া উপজেলার দরিদ্র শ্রমিকেরা নদী থেকে নুড়ি-পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করছেন। তাই উপার্জনের অন্য কোনো ব্যবস্থা না থাকায় এই কনকনে শীতেও শ্রমিকরা নুড়িপাথর উত্তোলন করতে নেমে পড়ছে নদীতে। মহানন্দা থেকে পাথর তুলে পাড়ে তোলা হচ্ছে
সরেজমিনে রোববার (২২ ডিসেম্বর) ঘুরে দেখা গেছে, নদীর ১৭ কিলোমিটার এলাকা জুড়ে শ্রমিকরা দলবেধে বাতাসে ফুলানো গাড়ির চাকার টিউব, লোহার চালনি, পাথর শনাক্তের জন্য লোহার রড নিয়ে বরফগলা পানিতে নেমে নুড়িপাথর উত্তোলন করছেন। পরে পানিতে ভাসানো টিউবের ঢাকিতে করে সে পাথর দু’কাঁধে ভারে করে তীরে এনে জমা করেন। সন্ধ্যায় মহাজনের কাছে বিক্রিলব্ধ টাকায় জোটে আহার।

জানা যায়, প্রকৃত অর্থে দরিদ্র এই মানুষগুলোর কাছে এখনো পৌঁছায়নি কোনো শীতবস্ত্র। জীবনযুদ্ধে এ অসহায় মানুষগুলো ঝুঁকি নিয়ে সীমান্ত নদীর বরফগলা পানিতে দিনভর যুদ্ধকরে কোনো মতে বেঁচে আছে। অসহায় এসব মানুষেরা রাতযাপনের জন্য শীতবস্ত্র হিসেবে বিত্তবানদের দেওয়া কিছু বস্ত্রের দিকে চেয়ে আছেন।

তেঁতুলিয়ার মোমিনপাড়া এলাকার পাথর শ্রমিক হাসিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ঝড়-বৃষ্টি কিংবা শৈত্যপ্রবাহ সব কিছুই উপেক্ষা করে আমাদের জীবিকার খোঁজে প্রতিদিন নদীতে আসতে হয়।
মহানন্দা থেকে পাথর তুলে পাড়ে তোলা হচ্ছে
আবু সাঈদ নামে আরেকজন জানান, এত কষ্টের পরেও সব উপার্জনে জীবিকার খোঁজে নদীতে নামছি। এসময় বিত্তবানরা অনেকেই ঘর থেকে বের হচ্ছে না, আমাদের দিন কামাই করে রাতে খেতে হয়। কিন্তু এই নদীতে নামতে গেলে বিভিন্ন বাধার সম্মুক্ষিণ হতে হচ্ছে। একদিকে বিএসএফের বাধা অন্যদিকে বিজিবির।

দুঃখের সঙ্গে শেষ কথাটি জানালেন হবিবর নামে আরেক শ্রমিক। গরিব অসহায় হিসেবে আমাদের বেঁচে থাকাটাই বড় কষ্ট ও দুঃখের।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এবং একই দিনে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।