ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
কিশোরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩৫ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের কানাইঘাট উপজেলার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের নার্স জিনাত খান।



কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট ডিএম জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ভোরে কামালিয়ারচর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং আহত হন অন্তত ৩৫ জন যাত্রী।  

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।