ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
লালমনিরহাটে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

লালমনিরহাট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫ ব্যাটালিয়নের অধিক্ষেত্র লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া প্রায় আড়াই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিজিবি-১৫ লালমনিরহাট ব্যাটালিয়নের মাল্টিপারপাস শেড হলে আলোচনা সভা শেষে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোর্শেদসহ সুশীল সমাজের নাগরিক ও ছাত্র-ছাত্রীরা।  

সভা শেষে বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিক্ষেত্র লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে জব্দ করা আনুমানিক দুই কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ইয়াবা, ভায়াগ্রা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।