ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল 

নোয়াখালী: দেশব্যাপী নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

পরে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এরআগে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান চৌধুরী, মেজবাউল হক মিঠু, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, আকাশ মো. জসিম, মানিক ভূঁইয়া, ফয়জুল ইসলাম জাহান, মুলতানুর রহমান মান্না প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারসহ বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।