ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বিদেশের ৭৭ মিশনে মুজিব বর্ষের ৩০০ অনুষ্ঠান হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
‘বিদেশের ৭৭ মিশনে মুজিব বর্ষের ৩০০ অনুষ্ঠান হবে’

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭ টি মিশনে তিনশোর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় তিনি এ কথা জানান।  

ড. মোমেন বলেন, যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে আমাদের কাজের বেশ কিছু অগ্রগতিও হয়েছে।  

জাতির পিতার জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, ভুটানের রাজা, ওআইসি সেক্রেটারি জেনারেল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।  

পরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সংযুক্ত আরব আমিরাতে ক্রাউন প্রিন্সও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। বছরজুড়ে আয়োজিত অনান্য অনুষ্ঠানে বিশ্বনেতারা যোগ দেবেন, যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।  

‘ইতোমধ্যে তিনটি বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করেছি। পাকিস্তানের মিশনে আমরা বঙ্গবন্ধুর বড় একটি ম্যুরাল স্থাপন করছি। চারটি দেশের বড় বড় শহরে বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণ করা হচ্ছে,’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

উপ-কমিটির সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ এম মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
আরকেআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।