ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

রাঙামাটি: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে কলেজের মূল ফটকের  সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা নেক্কারজনক ওই ঘটনায় জড়িতদের অনতিলম্বে গ্রেফতার করে তার ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

 

এর আগে ঘটনাটির প্রতিবাদে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে’র সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

এসময় উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, ছাত্রলীগ নেতা হাসান মুরাদ, মো. বেলাল, মো. আজমীরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।