বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের তেঁতুলঝোড়া এলাকার ‘রাকিফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি’ নামে একটি তৈরি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা অভিযোগ করে বাংলানিউজকে জানান, প্রতিমাসেই শ্রমিকদের বেতন নিয়ে নানা তালবাহানা করে কারখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি এবং সড়ক থেকে ছেড়ে দেওয়া জন্য বলা হচ্ছে। একইসঙ্গে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের চেষ্টাও করা হচ্ছে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা কলকারখানা অধিদপ্তরের কার্যালয়ের দিকে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস