বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাবিশ্বে মাস্ক ব্যবহারের ওপর কম গুরুত্ব দিয়ে আসলেও এবার সংক্রমণ ঝুঁকি কমাতে এর ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বিশ্ব।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অনুজীব বিশেষজ্ঞ আড্রিয়েন বুর্চ-এর একটি লেখার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সিএনএনের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক খুব একটা কাজ করে না শুনলেও এ দাবির পক্ষে শক্ত কোনো প্রমাণ দেখা যায়নি। বরং এ দাবির বিপরীত নজির রয়েছে। মাস্কের ব্যবহার বর্তমান বৈশ্বিক মহামারির মতো ভাইরাস সংক্রমণ রোধে সহায়তা করে।
যথাযথভাবে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্কের ব্যবহার সংক্রমণ ও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
** ‘সাবেক ভূমিমন্ত্রী ডিলু কখনো আদর্শ থেকে বিচ্যূত হননি’
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমইউএম/টিএ