ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ১৭, ২০২০
খুলনায় করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

খুলনা: খুলনায় করোনা উপসর্গ নিয়ে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান বজলুর রহমান (৬০) মারা গেছেন।

বুধবার (১৭ জুন) সকাল পৌঁনে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে নমুনা পরীক্ষায় ছয়জনের পজিটিভ ধরা পড়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খান বজলুর রহমান শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌঁনে ১০টায় তিনি মারা যান। করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।