বুধবার (২৪ জুন) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর গুলশান,ভাটারা ও বাড্ডা এলাকার বিভিন্ন আড়ৎ, কাঁচা বাজার ও ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘণের অপরাধে চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ এটি। তিনি নির্ধারিত ও ধার্যকৃত মূল্যে চাল, ডাল, পেঁয়াজ , ওষুধসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের অনুরোধ জানান।
পাশাপাশি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে ভোক্তা স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের তদারকি কার্যক্রম পরিচালনা করছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।
অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।
বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, জুন ২৪, ২০২০
ইএআর/এমএমএস