ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে জুবায়ের (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক নিশ্চিত করেছেন।  

এ ঘটনায় শিশুটির বাবা জুলহাস দগ্ধ অবস্থায় এ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের  সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, শিশুটির শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল।

একটি সূত্র জানায়, শিশুটি তার বাবার সঙ্গে মসজিদে গিয়েছিল নামাজ আদায় করতে। সেখানেই এসি বিস্ফোরণের ঘটনায় বাবা-ছেলে দগ্ধ হন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  

আরও পড়ুন>>

*নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
** একসঙ্গে মসজিদের ছয় এসি বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি
**এসি বিস্ফোরণ:শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৩৭ জন ভর্তি
** মসজিদের নিচে তিতাসের গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ
** মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
এজেডএস/এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।