ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

এসি বিস্ফোরণ

দগ্ধ ৩৬ জনের বাঁচার আর্তনাদ 

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
দগ্ধ ৩৬ জনের বাঁচার আর্তনাদ 

ঢাকা: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রথমে দু’জন, তারপর একে একে ৩৭ জন দগ্ধ ব্যক্তিকে আনা হয় জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।  

জরুরি বিভাগে দগ্ধদের সবার মুখে একটি কথা- বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও।

আমাকে আগে চিকিৎসা দাও। আমার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ও ডিউটিরত সিটিএসবির পুলিশ সদস্য চন্দন বাংলানিউজকে জানান, 
৩৭ জনের মধ্যে একটি শিশু মারা গেছে। বাকি সবাই একসঙ্গে বাঁচার জন্য আর্তনাদ করছেন। তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে যেসব চিকিৎসক ছিলেন, তারা দগ্ধদের চিকিৎসা দিতে শুরু করেন। পরে খবর দিয়ে আনা হয় অন্যান্য ওয়ার্ড থেকে বাড়তি চিকিৎসক। এছাড়া নার্স ও ওয়ার্ড বয় সবাই একযোগে দগ্ধদের চিকিৎসায় সহায়তা করছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরাও।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের মসজিদের ঘটনায় ৩৭ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে জুবায়ের (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বাকি সবাইকে পাঁচ তলায় পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। সেখান থেকে যাদের আইসিইউ ও এইচডিইউ লাগবে, তাদেরকে সেখানে পাঠানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, এ ৩৬ জনের মধ্যে কেউ শঙ্কামুক্ত নন। সবারই মুখ ও শ্বাসনালী পুড়ে গেছে। তাদের মধ্যে ৩০ থেকে ৩৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুন: 

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

একসঙ্গে মসজিদের ছয় এসি বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি

এসি বিস্ফোরণ:শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৩৭ জন ভর্তি

মসজিদের নিচে তিতাসের গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ

মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
এজেডএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।