ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

জাতীয়

প্রেমিকার অন্যত্র বিয়ে, সুইসাইড নোট লিখে প্রেমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
প্রেমিকার অন্যত্র বিয়ে, সুইসাইড নোট লিখে প্রেমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে রাকিব (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাকিব নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মো. হাবিবুল্লার ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় করতেন।

নিহত রাকিরের বোন রাকিকা জানান, একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট সইতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছেন। সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শুক্রবার  (২৬ সেপ্টেম্বর ) দিনগত রাতের যেকোনো সময় বাসার সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে রাকিব বলেছেন, ‘মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস’। ধারণা করা হচ্ছে- প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

রাকিবের বন্ধু শাওন জানান, রাকিবের সঙ্গে একটি মেয়ের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাকিব তাদের সম্পর্কের কথা তার পরিবারকেও জানান। কিন্তু রাকিবের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। সম্প্রতি ওই মেয়ের অভিভাবকরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। রাকিব ওই মেয়েটিকে খুব ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছেন রাকিব।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।