ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহী-রহনপুর কমিউটার ট্রেন চালু হচ্ছে বৃহস্পতিবার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
রাজশাহী-রহনপুর কমিউটার ট্রেন চালু হচ্ছে বৃহস্পতিবার  রাজশাহী রেলওয়ে স্টেশন

রাজশাহী: করোনার কারণে বন্ধ থাকা রাজশাহী-রহনপুর রুটে চলাচলকারী কমিউটার ট্রেন আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে আবারও চালু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় কমিউটার ট্রেনটি রহনপুরের উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে।

এছাড়া আগের সময়সূচি অনুযায়ী এই কমিউটার ট্রেনটি রাজশাহী-রহনপুর রুটে চলাচল করবে।

বুধবার (৭ অক্টোবর) রাজশাহী রেলওয়ে ব্যবস্থাপক আবদুল করিম ও রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মামুনুর রশীদ কমিউটার ট্রেন চালুর এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, এর মধ্যে দিয়ে রেলমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত হবে এবং রাজশাহী-রহনপুর রুটে চলাচলকারী বিপুল সংখ্যক যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।

এর আগে, ২৩ সেপ্টেম্বর রহনপুর উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে এই রুটে ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।