ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ৫ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন— মো. সজিব হোসেন (৩৬), মো. রুবেল ওরফে শুভ (২১), মো. আব্দুর রহমান ড্রাইভার (৪৫), রিয়াজ হোসেন ওরফে মুন্না (২৬) ও মোসা. তাজমীর আহম্মেদ রনি (৩৫)।

এসময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ডিআইটি এক্সটেনশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি টিম। তারা রাজধানীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দামে বিভিন্ন মাদক কারবারির কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।