ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

জা‌তির পিতার সমা‌ধি‌তে গণপূর্তের প্রধান প্র‌কৌশলীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
জা‌তির পিতার সমা‌ধি‌তে গণপূর্তের প্রধান প্র‌কৌশলীর শ্রদ্ধা জা‌তির পিতার সমা‌ধি‌তে গণপূর্তের প্রধান প্র‌কৌশলীর শ্রদ্ধা। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গণপূর্ত বিভাগের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তি‌নি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

পরে তি‌নি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

এ সময় ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, গণপূর্ত ই/এম জো‌নের অতি‌রিক্ত প্রধান প্র‌কৌশলী মো. আলমগীর খান, গণপূর্ত ই/এম পিএন্ড‌ডি জো‌নের অতি‌রিক্ত প্রধান প্র‌কৌশলী আশ্রাফুল হক, ব‌রিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, খুলনা গণপূর্ত জো‌নের অতি‌রিক্ত প্রধান প্র‌কৌশলী ড. মো. মঈনুল ইসলাম খান, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গোপালগঞ্জ গণপূর্ত বিভা‌গের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসসহ ঢাকা, খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ গণপূর্ত জোন, সা‌র্কেল ও বিভা‌গের তত্ত্বাবধায়ক প্র‌কৌশলী, নির্বাহী প্র‌কৌশল ও উপ বিভাগীয় প্র‌কৌশলীগণ উপ‌স্থিত ছিলেন।  

প‌রে প্রধান প্র‌কৌশলী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।