ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচিতে অ্যাম্বুলেন্স দিল বারভিডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচিতে অ্যাম্বুলেন্স দিল বারভিডা

ঢাকা: প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচিতে অনুদান হিসেবে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মূখ্যসচিব ড. আহমদ কায়কাউস বারভিডা নেতাদের কাছ থেকে অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন।

এ সময় বারভিডা প্রেসিডেন্ট আব্দুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম (সম্রাট) এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাম্বুলেন্সটি ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ (এনআইসিভিডি) অ্যান্ড হসপিটালে হস্তান্তর করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমইউএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।