ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন, সেক্রেটারি জালাল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন, সেক্রেটারি জালাল  সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ

পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে স্বপন ব্যানার্জী (দৈনিক সংবাদ) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জালাল আহমেদ (মানবজমিন) নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (২২ ডিসেম্বর) লতিফা জান্নাতী এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মো. সোহরাব হোসেন (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মোজাহিদুল ইসলাম নান্নু (দৈনিক বাংলাদেশের খবর) অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন।

সাধারণ ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতিকুল আলম সোহেল (আমাদের নতুন সময়), মো. মোখলেছুর রহমান (ইনডিপেন্ডেন্ট টিভি), চিন্ময় কর্মকার (মাছরাঙা টিভি), বিলাস দাস (যুগান্তর), জাকারিয়া হৃদয় (যমুনা টিভি) ও মশিউর রহমান বাবলু (মাই টিভি)।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলার ইউএনও লতিফা জান্নাতী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বদরুল আমিন, সহকারী প্রিজাইডিং হিসেবে ছিলেন সদর ইউএনও এর সিএ বাদল দেবনাথ।  

এ নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার তাদের ভোট দেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।