ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে আটক

বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ নামে ওই জাহাজটিকে জেলেসহ আটক করে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে মামলা কারে মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ বাংলাদেশের জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে প্রবেশ করে মাছ ধরছিল। তখন কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে মামলা করে মোংলা থানায় সোপর্দ করা হয়। এছাড়া ট্রলার থেকে জব্দ করা মাছ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার কছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।