ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ২শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
মিরসরাইয়ে ২শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন

ফেনী: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একদিনে প্রায় ২শ’ কোটি টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।  

বুধবার (২৩ ডিসেম্বর) দিনভর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে এদেশে উন্নয়ন কর্মকাণ্ড হয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে লুটপাট হয়। পদ্মা সেতু শুধু দেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম মাইলফলক, যা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। তিনি দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের উন্নয়নের চিন্তা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। ’ 

তিনি আরও বলেন, ‘ফেনী নদীতে সেতু, এটি সরকারের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের একটি ধারাবাহিক উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার বহিঃপ্রকাশ। মিরসরাইয়ের গড়ে উঠছে এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। যেখানে পর্যায়ক্রমে কর্মসংস্থান হয়ে অন্তত ৫০ লাখ মানুষের। দেশী-বিদেশী শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে শিল্পকারখানা স্থাপন করছে। সারা দেশে উন্নয়নের ধারাবাহিকতায় আজ মিরসরাই উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড করা হচ্ছে। ’

বুধবার সকালে প্রথমে ফেনী নদীর উপর ২৫২ মিটার দৈর্ঘ্যরে এ সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। এরপর বারইয়ারহাট পৌরসভায় ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, মিরসরাই পৌরসভায় ১০টি উন্নয়ন প্রকল্প, পরে বেলা ১টা দিকে উপজেলা সদরে এসে এক সঙ্গে ৯০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনসহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, দুই পৌরসভায়, ১৬ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপজেলা নেতৃবৃন্দ।

মিরসরাই উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মোট ৯০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছেন। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ২শ’ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।