ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন মান্নান হীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন মান্নান হীরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যব্যক্তিত্ব মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার (২৩ ডিসেম্বর) এক শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, নাটক রচয়িতা হিসেবে বাংলাদেশের নাট্যজগতে মান্নান হীরার অবদান উল্লেখযোগ্য।

নাটক রচনার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি নাটক পরিচালনাও করেছেন। তাছাড়া তিনি দীর্ঘদিন পথনাটক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মান্নান হীরা তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে এদেশের নাট্যপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।  

বাংলাদেশ সময় ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ডিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।