ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

লাগেজের মধ্যে গাঁজা, স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ডিসেম্বর ২৪, ২০২০
লাগেজের মধ্যে গাঁজা, স্বামী-স্ত্রী আটক আটক অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার

বরিশাল: বরিশালে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের কোতোয়ালি মডেল থানার চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়ন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, পাঁচ কেজি গাঁজা লাগেজে করে কুমিল্লা থেকে ঢাকায় যান অপু ও বর্ষা। এরপর সেখান থেকে লঞ্চে করে বরিশালে আসেন তারা। পরে বাংলাবাজার এলাকার আরমান শেখের কাছে গাঁজা বিক্রি করতে চরকাউয়া খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হলে লাগেজ তল্লাশি করে গাঁজা জব্দ করা হয় এবং তাদের আটক করা হয়।

আটক দু’জন ও আরমানকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আরমানকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।