ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ডিসেম্বর ২৪, ২০২০
কক্সবাজারে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজার: ‘নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল হলো দেশ, মুজিববর্ষে ই- পাসপোর্ট ধন্য বাংলাদেশ’ স্লোগানে কক্সবাজারসহ ছয় জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খাগড়াছড়ি অঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণ থেকে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

একই অনুষ্ঠানে কক্সবাজারছাড়াও খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে সংশ্লিষ্ট ইমিগ্রেশন দপ্তরসহ সারাদেশের ৬৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হলো।

এ উপলক্ষে সকালে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাসপোর্ট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর লে. কর্নেল ফেরদৌস উর রহমান খান, সহকারী পরিচালক মোহাম্মদ তাজ বিল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসবি/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।