ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধানভর্তি বস্তায় মিললো ফেনসিডিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ধানভর্তি বস্তায় মিললো ফেনসিডিল

ঢাকা: রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে এক হাজার ৯৮৫ বোতল ফেনিসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

২২টি ধানভর্তি বস্তায় অভিনব পন্থায় লুকানো বিপুল পরিমাণ ফেনসিডিলের এ চালানটি একটি মিনি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো।

আটকরা হলেন- আফাজ উদ্দিন (৩৩) ও রুবেল মিয়া (২৭)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অভিনব পন্থায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ফেনসিডিলের চালান সরবরাহ করে আসছিলেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।