ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

না.গঞ্জের লিংক রোডের পাশে হবে আইটি ইনস্টিটিউট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
না.গঞ্জের লিংক রোডের পাশে হবে আইটি ইনস্টিটিউট সভায় বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে লিংক রোডের পাশে শেখ কামাল আইটি ইনস্টিটিউট করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। আগামী বছরই এ আইটি ইনস্টিটিউটের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আইটি ইনস্টিটিউট হওয়া দরকার। আইটি ইনস্টিটিউট হলে তরুণদের জন্য সুযোগ সৃষ্টি হবে। আইটি ইনস্টিটিউট হবে আগামী দিনে দেশের ভবিষ্যৎ। যার স্বপ্ন দেখাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আইটি সেক্টর একটা সময় গার্মেন্টস শিল্প থেকেও বেশি অর্থ এনে দেবে।

তিনি বলেন, শেখ কামাল আইটি ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ইনস্টিটিউট হবে। আমাদের এখানে খাস জমি নেই। তাই নারায়ণগঞ্জের লিংক রোডের পাশেই শেখ কামাল আইটি ইনস্টিটিউট হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।