ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
না.গঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকায় শান্তা (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আটক আমিরুল ইসলাম বন্দর রাজবাড়ির এলাকার সুলতান মিয়ার ভাড়াটিয়া রফিকুল ইসলোমের ছেলে।

তিনি বর্তমানে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক হিসাবে কর্মরত। নিহত শান্তা সোনারগাঁও উপজেলার বারদী এলাকার কলিমুল্লার মেয়ে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বন্দর রাজবাড়ী এলাকায এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সবুর বাংলানিউজকে জানান, লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

বন্দর থানার পরিদর্শক তরিকুল ইসলাম জানান, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।