ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে রেলের অবৈধ দখল উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পার্বতীপুরে রেলের অবৈধ দখল উচ্ছেদ

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে রেলভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা, আবাসিক কোয়ার্টার ও ভূমি দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পশ্চিম জোনের পাকশী বিভাগীয় ভূ-সম্পদ বিভাগ।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে অভিযানে শহরের সাহেবপাড়া রেল কলোনীর অবৈধ দখলে থাকা ১৭টি আবাসিক কোয়ার্টার ও পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো এলাকার সাড়ে ৬ একর আয়তনের পুকুর দখলমুক্ত করা হয়।

এসময় দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের কাজে বাধা প্রদানের অভিযোগে অবৈধ দখলদার রেজাউল করিমকে (৪৮) ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাছাড়া পুকুরের মাছ জব্দ করে ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। একই স্থানে অবৈধভাবে মদের ব্যবসা পরিচালনা করায় শহরের ঢাকাইয়া মহল্লার রিপনকে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও শহরের রেলওয়ে পার্ক এলাকায় ছয়টি অবৈধ অবকাঠামো উচ্ছেদ ও আদর্শ কলেজপাড়া মহল্লায় রেলওয়ের দুই একর জমির উপর নির্মিত জনৈক মোহাম্মদ আলী ওরফে দুর্লভের চিড়া-মুড়ির কারখানা একটি ট্রাক্টর, একটি মোটরসাইকেল ও একটি পিকআপসহ সিলগালা করা হয়।  

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।  

তিনি বাংলানিউজকে বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনাকালে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করে ৮০ হাজার টাকা আদায় করা হয়। উচ্ছেদ অভিযানের সময় পার্বতীপুর উপজেলা সহকারী (ভূমি) এইচ.এম খোদাদাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পরিদর্শক কর্ম) তহিদুল ইসলাম, কানুগো জিয়াউল হক জিয়া, ভূ-সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ জিআরপি ও মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।