ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সেন্টার বাজার সংলগ্ন তালতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কামাল উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত কামাল সুবর্ণচরের পূর্ব চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মহিন উদ্দিন বাংলানিউজকে জানান, কামাল সকালে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পথে সেন্টার বাজার সংলগ্ন তালতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির সঙ্গে মটোরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন কামাল।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল এবং অবস্থার অবনতি হলে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।